প্রকাশিত: Sat, Jun 15, 2024 10:40 AM
আপডেট: Sun, Jan 25, 2026 6:12 PM

[১]হাজীদের পরিবহনে এয়ার ট্যাক্সির সফল পরীক্ষা করল সৌদি আরব

সাজ্জাদুল ইসলাম: [২] পবিত্র মক্কা নগরীতে পরীক্ষামূলকভাবে এই ট্যাক্সি ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে হজের সময় এই ট্যাক্সি ব্যবহার করতে চায় দেশটি। এর মধ্যদিয়ে সৌদি আরব তার পর্যটন শিল্পকে প্রযুক্তিগত আধুনিকায়ন প্রচেষ্টা আরও জোরদার করেছে। সূত্র : মিডলইস্টমনিটর

[৩] কোন বেসামরিক কর্তৃপক্ষ প্রথমবারের মতো চালকহীন এয়ার ট্যাক্সি ইএইচ২১৬এসএর  পরিচালনার লাইসেন্স লাভ করেছে। চলতি সপ্তাহে এর উদ্বোধনী উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় এই ট্যাক্সি সোজাভাবে উড্ডয়ন করে। 

[৪] পরিবহন মন্ত্রণালয়, হজ মন্ত্রণালয়ের লজিস্টিক সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রন্ট এন্ড লিমিটেড কোম্পানির সহায়তায় সৌদি বেসামরকি বিমান পরিবহনের সাধারণ কর্তৃপক্ষ(জিএসিএ) এ ট্যাক্সি পরিচালনা করছে। 

[৫] সিএসিএ সভাপতি আব্দুল আজিজ আল-দুইলেজ এই পরীক্ষামূলক উড্ডয়ন প্রত্যক্ষ করেন। সৌদি আরবের পরিস্থিতির বিবেচনায় একটি নতুন নিরাপদ ও স্থায়ী বিমান পরিবহন ব্যবস্থা চালুর চেষ্টা করছে সিএসিএ। সম্পাদনা: রাশিদ